ছাদ বাগানে যে সকল গাছ লাগালে ভালো ফল পাওয়া যায়
কাঁঠালকে কেন জাতীয় ফল বলা হয়ছাদবাগান করা মানুষের জন্য একটি শখের জিনিস। আমাদের দেশের শহর অঞ্চলে প্রায় সব
ছাদেই লক্ষ্য করা যায় এটি। তবে এটি দিন দিন গ্রামের দিকেও অনেকটা বৃদ্ধি পাচ্ছে।
যারা ভাবছেন আপনাদের ছাদেও এমন একটি ছাদ বাগান করবেন। তারা আমাদের নিচের পোস্টটি
পড়ে আসতে পারেন। ছাদের ফাঁকা উপযুক্ত জায়গাটিকে কিভাবে কাজে লাগিয়ে একটি ছাদ
বাগান তৈরি করবেন সেটা সম্পর্কে আমরা নিচে আলোচনা করেছি।
ছাদ বাগানে যে সকল গাছ লাগালে ভালো ফলন হয় সেগুলোর মধ্যে
আম,পেয়ারা,ডালিম,পেপে,লেবু,আমড়া, জলপাই,আনার,থাই বেল,কুল,ড্রাগন,লিচু অনতম।
এছাড়াও আপনি বিভিন্ন রকম ফল শাকসবজি সহ বিভিন্ন প্রজাতির গাছ লাগাইতে পারেন
আপনার ছাদ বাগানে।
ভূমিকা :
বাড়ির ছাদে টবে অথবা ড্রামে চাষাবাদ করে যে বাগানের সৃষ্টি করা হয় সেটিকেই ছাদ
বাগান বলা হয়। ছাদ বাগান নগরীর মানুষগুলুর জন্য একটি প্রশান্তির জায়গা। ছাদ
বাগানের কারণে বিভিন্ন ব্যস্ত নগরীগুলো সবুজে ভরে ওঠে। এছাড়াও ছাদবাগান
টপ-ফ্লোরকে অনেকটা শীতল রাখতে সাহায্য করে। আধুনিক নগরীগুলোতে বায়ু দূষণের
পরিমাণ অনেক বেশি। ছাদ বাগানের ফলে এসব বায়ু দূষণ থেকেও আমরা অনেকটা মুক্তি পাই।
ছাদ বাগানের কারণে আমরা তাজা খাবার ও সুন্দর পরিবেশ পায়ে থাকি। ছাদ বাগান গুলো
আমাদের জীববৈচিত্র্যেও অনেকটা ভূমিকা রাখে। আমাদের ঢাকা শহরে প্রায় পাঁচ লক্ষ
ছাদ রয়েছে। যেগুলোর বেশিরভাগ ছাদেই ছাদ বাগান রয়েছে। বিশেষ করে শহরগুলোতে তাজা
খাবার পাওয়া খুবই কঠিন একটি বিষয়।
তাই শহরের মানুষগুলো তাদের তাজা খাবারের চাহিদা পূরণের জন্য ছাদ বাগানে বিভিন্ন
রকম শাকসবজি চাষ করে থাকে। ছাদবাগান আমাদের বাড়ির সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করে
দেয়।
ছাদ বাগানে যে সকল গাছ লাগালে ভালো ফল পাওয়া যায়
অনেকেই জানেন না আসলে ছাদ বাগানে কি রকম গাছ লাগানো উচিত। যারা বিগত বছরধরে ছাদে
গাছ লাগিয়ে আসছেন এবং বিভিন্ন কৃষিবিদরা বলেছেন যে,গাছে কলম করিয়ে ছোট বড় সব
ধরনের গাছই ছাদে লাগানো যায়। আম,মালটা,কমলা,কুল,আমলকি,জাম,সবেদা,আনার,ডালিম,লটকন
সহ অনেক রকম ফলের গাছ ছাদে লাগানো যায়। নিচে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করা
হলো।
আম
আম যদিও গ্রীষ্মকালীন একটি ফসল তবুও শহরের বিভিন্ন ছাদে অনেক আমের গাছ দেখা যায়।
যারা বিভিন্ন বড় বড় শহরে বাস করে তাদের আমের চাহিদা পূরণের জন্য আম তাদের ক্রয়
করে খেতে হয়। কারণ তাদের যথেষ্ট জায়গা থাকে না যেখানে তারা আমের চাষ করবে। তাই
তারা এক প্রকার বাধ্য হয়েই তাদের আমের চাহিদা এবং আমের গাছ লাগানোর সখ মেটানোর
জন্য ছাদে আমের গাছ লাগায়।
ছাদে বিভিন্ন প্রকারের আমের জাত দেখা যায়। তার মধ্যে আম্রপালি,বাড়ি
ফোর,ফজলি,বেনানা,ল্যাংড়া,খিরসাপাত,বড় ফজলিসহ আরো অনেক ধরনের আম।
পেয়ারা
পেয়ারা সারা বছর পাওয়া যায় এমন একটি ফল। পেয়ারাতে ভিটামিন এ,ভিটামিন
বি,ভিটামিন সি সহ অনেক ধরনের ভিটামিন রয়েছে। পেয়ারা চাষ অনেক সহজ এবং অধিক
ফলনশীল জন্য মানুষ তাদের ছাদ বাগানে পেয়ারা চাষ করে। হাত বাগানে পেয়ারা অনেক
ভালো ফলন দেয়।
যারা ছাদ বাগান করতে চান তারা পেয়ারা লাগাতে পারেন। ছাদ বাগানে যে সকল গাছ
লাগালে ভালো ফল পাওয়া যায় তার মধ্যে পেয়ারা অন্যতম।
লেবু
লেবু একটি বারোমাসি ফল। আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে লেবুর ব্যবহার অনেক
বেশি। লেবুতে ভিটামিন সি সহ বিভিন্ন রকমের ভিটামিন রয়েছে। যেগুলো আমাদের শরীরের
বিভিন্ন রকম ক্ষয় পূরণ করতে সাহায্য করে। ছাদ বাগানে লেবু লাগানো একটি খুবই
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। লেবু অনেক কার্যকরী একটি ফল ছাদ বাগানে যে সকল গাছ
লাগালে ভালো ফল পাওয়া যায় তার মধ্যে লেবু একটি।
কমলা
আমাদের দেশ কমলা চাষের জন্য উপযুক্ত জায়গা নয়। কমলা চাষের জন্য যে সকল মাটি
প্রয়োজন সেগুলো আমাদের দেশে খুব কমই রয়েছে। কমলা চাষের জন্য খুবই ঠান্ডা
আবহাওয়া প্রয়োজন। তবে ইদানিং কিছু সময় ধরে ছাদ বাগানে কমলা চাষ খুবই ফলনশীল
হয়েছে। কমলার বিভিন্ন প্রকার যেমন চাইনিজ কমলা,দার্জিলিং কমলা,কাশ্মীর কমলা
ইত্যাদির ফলন খুব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাই যারা ছাদে কি গাছ লাগাবেন এটি
বুঝতেছেন না তাদের জন্য কমলা একটি ভালো অপশন হতে পারে।
মালটা
কমলার মত মালটাও আমাদের দেশের আবহাওয়ায় চাষের জন্য উপযুক্ত নয়। তাই মালটা চাষ
আমাদের দেশে খুবই বিরল। তবে খুব সাম্প্রতিক সময়ে ছাদগুলুতে মাল্টা চাষের পরিমাণ
অনেক বৃদ্ধি পেয়েছে। মালটার ফলনও তাতে অনেক ভালো। তাই যারা ছাদে কি গাছ লাগাবেন
বুঝতেছেন না। তাদের মালটা লাগানো উচিত।
সফেদা
সফেরা একটি খুবই সুস্বাদু এবং মজাদার ফল। যদিও আমাদের দেশে সফেদার চাষ অনেক কম।
পৃথিবীর বিভিন্ন দেশে সফেদা অনেক দামি এবং খুবই মজাদার একটি ফল। আমাদের শহরের
বাজারগুলোতে গেলে সফেদা অনেক চোখে পরে। ছাদে সফেদার গাছ লাগানো এটি একটি খুব ভালো
সিদ্ধান্ত হতে পারে।
সফেদার ফল পেতে প্রায় তিন বছরের মত সময় লাগে। যারা ছাদে গাছ লাগাতে চান তাদের
জন্য সফেদা একটি ভালো অপশন হবে।
কুল
কুলকে আমরা আঞ্চলিকভাবে বড়ই বলে থাকি। কুল একটি বাৎসরিক ফল। কুলে প্রচুর পরিমাণ
প্রোটিন এবং ভিটামিন বি সহকারে অনেক ধরনের উপাদান থাকে। কুল এমন একটি ফল যেটি একই
সাথে অনেক ফল দিতে পারে। ছাদে কুল লাগানো যেতে পারে। যারা ছাদে কি গাছ লাগাবেন
খুঁজছেন তাদের জন্য কুল খুব ভালো সমাধান হতে পারে।
ড্রাগন
ড্রাগন ফল খুব সাম্প্রতিক সময়ে আমাদের দেশে অনেক জনপ্রিয় হয়েছে। ড্রাগন ফল
আমাদের দেশের কোন ফল নয় এটি বাইরের দেশের একটি ফল। তবে বর্তমান সময়ে বাংলাদেশের
বিভিন্ন অঞ্চলে ড্রাগন ফলের চাষ এত ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। যে,মানুষ তাদের
শখের বসে ছাদেও ড্রাগন ফলের চাষ করছে।
ড্রাগন এমন একটি ফল যার একটি গাছ থেকে প্রায় ২০ থেকে ৩০ টা ফল হয়ে থাকে। তাই
যারা ছাদে গাছ লাগাতে চান তাদের অবশ্যই ড্রাগন ফলের গাছ লাগানো উচিত।
লিচু
লিচু আমাদের দেশের খুব জনপ্রিয় একটি ফল। লিচু পছন্দ করে না এমন মানুষ খুঁজে
পাওয়া অনেক কঠিন। আমাদের দেশে লিচুর চাহিদা অনেক বেশি। যারা লিচু খেতে ভালোবাসে
তারা তাদের ছাদে লিচুর বিভিন্ন রকম চারা গাছ লাগিয়ে থাকে। যেগুলোর মধ্যে থাই
লিচু,চায়না লিচু,বোম্বে লিচু ইত্যাদি সহ আরো অনেক রকমের লিচুর প্রকার তারা তাদের
ছাদে লাগিয়ে থাকে। ছাদে লাগানোর জন্য লিচু একটি খুবই ভালো ফলনশীল গাছ হতে পারে।
আনার
আনার আমাদের শরীরের রক্ত বৃদ্ধিতে অনেকটা সাহায্য করে। এছাড়াও আনারে ভিটামিন
এ,ভিটামিন সি,প্রোটিন,ক্যালসিয়াম,পটাশিয়াম সহ আরো অনেক রকমের ভিটামিন রয়েছে।
যেগুলো আমাদের শরীরকে বিভিন্নভাবে সাহায্য করে। ছাদ বাগানে আনারের চাষ খুবই বিরল।
তবে সাম্প্রতিক সময় গুলোতে ঢাকা সহ বাংলাদেশের যেসকল বড় বড় শহর রয়েছে সেগুলোর
ছাদ বাগানে মানুষ আনারের চাষ করছে।
বারোমাসি আমড়া
আমড়া প্রায় সারা বছরই পাওয়া যায়। ছাদ বাগানে যে সকল গাছ লাগালে ভালো ফল
পাওয়া যায় সেগুলুর মধ্যে আমরা অন্যতম। আমড়ার বিভিন্নরকম চারা পাওয়া যায় যেগুলু
ছাদে লাগানোর জন্য সঠিক। ছাদে আমড়ার চাষ করলে অনেক ফলন পাওয়া সম্ভব। সাম্প্রতিক
সময় গুলোতে ছাদ বাগানে আমড়ার চাষ অনেক বৃদ্ধি পেয়েছে। উপরে আলোচিত ফলগুলো
ছাড়াও আরো অনেক রকম ফল রয়েছে যেগুলো ছাদে চাষ করা হয়।
আরও পড়ুনঃ ভারতে ভ্রমণের কয়েকটি দর্শনীয় স্থান
যেমন জাম,জামরুল,ডালিম,কামরাঙ্গা,আমলকি,শরিফ,লটকন,বিদেশি কাঁঠাল,থাই বেল ইত্যাদি।
আপনারা চাইলে এ সকল ফলও আপনাদের ছাদ বাগানে চাষ করতে পারেন। ছাদ বাগানে যে
সকল গাছ লাগালে ভালো ফল পাওয়া যায় সেগুলু আমরা উপরে উল্লেখ করেছি। আপনারা চাইলে
এগুলু গাছ ও লাগাতে পাড়েন আপনাদের ছাদ বাগানে।
লেখকের মন্তব্য:
যাদের ছাদ রয়েছে তাদের সকলেরই কমবেশি ছাদ বাগান করা উচিত। ছাদ বাগান যেমন আপনার
মনকে অনেকটা উৎফুল্ল রাখবে তেমনি আপনার বিভিন্ন তাজা খাবারের জোগান ও দিবে।
আমাদের উপরের পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে আমাদের কমেন্ট করে
জানাতে পারেন আপনার মন্তব্যটি এবং এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার ও করতে পারেন।
আপনাদের মন্তব্য কমেন্টেরে মাধ্যমে জানাতে পাড়েন
comment url