ভারতে ভ্রমণের কয়েকটি দর্শনীয় স্থান

ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রর পাশাপাশি খুব ভালো একটি বন্ধু রাষ্ট্রও বটে। আমাদের দেশের মানুষ বিভিন্ন কাজে সেটি হতে পারে চিকিৎসা,খেলাধুলা,ভ্রমণ অথবা পড়ালেখার কাজে প্রতিনিয়ত ভারতে গিয়ে থাকে। আপনারা যারা ভারতে ভ্রমণের কয়েকটি দর্শনীয় স্থান সম্পর্কে জানতে চান তারা নিচের পোস্টটি পড়ে আসতে পারেন। যেখানে আমরা ভারতের বেশ কয়েকটি দর্শনীয় স্থান সম্পর্কে বর্ণনা করেছি।
 
প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক মানুষ ভারত সফরে যায়। যদি আপনারা ও কখনো ভারত সফরে গিয়ে থাকেন তাহলে আপনাদের সেই সকল স্থানগুলু নিশ্চয়ই ভ্রমন করা উচিৎ। যেগুলো আমরা আমাদের নিচের এই আলোচনায় উল্লেখ করেছি।

ভূমিকা:

ভারত বিশাল বড় এবং অধিক জনসংখ্যার একটি রাষ্ট্র। বাংলাদেশ সৃষ্টির পর থেকেই ভারত বাংলাদেশের একটি চরম বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের স্বাধীনতা অর্জনেও ভারত খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে। বাংলাদেশে থেকে ভারতে যাওয়া অনেক সুবিধা জনক এবং কম খরচে হওয়ায় বাংলাদেশের বেশিরভাগ মানুষই তাদের বিভিন্ন প্রয়োজনীয় কাজের ভারতে গিয়ে থাকে। ভারত অনেক বিশাল তাই ভারতের দর্শনীয় স্থানগুলোও অনেক। ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান নিয়েই আমরা নিচে আলোচনা করেছি।

ভারতে ভ্রমণের কয়েকটি দর্শনীয় স্থান  

তাজমহল

তাজমহলের অবস্থান ভারতের দিল্লির আগ্রাতে। পৃথিবীর ৭টি আশ্চর্যের মধ্যে তাজমহল একটি। তাজমহল তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান তার দ্বিতীয় স্ত্রী মমতাজের জন্য। তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৬৩২ খ্রিস্টাব্দে এবং এটির কাজ শেষ হয়েছিল ১৬৫৩ সালে। দীর্ঘ ২২ বছর সময় লেগেছিল তাজমহল তৈরি করতে। তাই পৃথিবীতে তাজমহল এখন সকলের কাছে ভালোবাসার প্রতিক হিসেবে রয়েছে। 

দর্শনার্থীদের কাছে যুগ যুগ ধরে তাজমহল আকর্ষণের শীর্ষেই রয়েছে। ইউনেস্কো ১৯৮৩ সালে তাজমহল কে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে তালিকাভুক্ত করে। তাজমহল শীল পাথর দ্বারা তৈরি করা হয়েছিল। সেজন্য পূর্ণিমার চাঁদের রাতে তাজমহল কে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে।

পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর

পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর উত্তর অঞ্চলের একটি শহর। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে ভারতের সবসময় সংঘর্ষ লেগেই থাকে। কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। কাশ্মীর কে পৃথিবীর ভূস্বর্গ বলার কারণ হচ্ছে তার সৌন্দর্য। আমরা সকলেই জানি কাশ্মীর কত সুন্দর। প্রতিবছর পৃথিবীর বিভিন্ন স্থান থেকে কাশ্মীর দেখার জন্য মানুষজন ভারতে আসে। কাশ্মীরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে শ্রীনগর,গুলমার্গ,পেহেলগাম,সোনামার্গ,অন্যতম।

কাশ্মীরে মানুষ যায় কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করার জন্য। কাশ্মীর মূলত শীতের সময় দেখতে অনেক বেশি সুন্দর। এছাড়াও কাশ্মীরে অনেক আপেল বাগান,কমলা বাগান রয়েছে যেগুলো মানুষ ঘুরে দেখতে পারে এবং সেখান থেকে চাইলে এসব ক্রয় করতে পারে। তাই যারা ভারতে ভ্রমণের কয়েকটি দর্শনীয় স্থান খুজতেছেন তাদের জন্য কাশ্মীর সবচেয়ে ভালো একটি অপশন হতে পারে।

মানালি 

ভারতের হিমাচল প্রদেশের একটি সুন্দর শহরের নাম হলো মানালি। সনাতন ধর্মাবলম্বীদের পৌরাণিক দেবতা মনুর নাম অনুসারে এই শহরটির নামকরণ করা হয়েছে মানালি। মানালি শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২০০০ মিটার উপরে অবস্থিত। এটি ভারতের উত্তর অঞ্চলে একটি শহর হওয়ায় এখানে সারা বছরই শীত থাকে। এই শহরটি মূলত একটি পাহাড় বেষ্টিত শহর। 

আপনি ভারতে ভ্রমণের কয়েকটি দর্শনীয় স্থান ঘুরতে চাইলে সেগুলোর মধ্যে মানালী একটি গুরুত্বপূর্ণ জায়গা আপনার জন্য হতে পারে। মানালির বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর মধ্যে রোথাং পাস,সোলং ভালী,বন বিহার,রিয়াস নদী,গুলবা,রোয়েলিক আর্ট গ্যালারি অন্যতম।

শিমলা

ভারতের অন্যতম পর্যটন শহর গুলোর মধ্যে শিমলা একটি অন্যতম শহর। যেটি হিমাচল প্রদেশে অবস্থিত। শিমলাকে মূলত শীতের ওয়ান্ডারল্যান্ড বলা হয়। বিশেষ করে গ্রীষ্মকালীন সময়ে প্রচুর পর্যটক সিমলা শহরে তাদের ছুটি কাটাতে আসে। শিমলা শহরে অনেক দর্শনীয় স্থান রয়েছে। যেগুলোর মধ্যে সামার হিল,মল রোড,দ্যা রিজ,সেন্ট মাইকেল ক্যাথিড্রাল,হিমাচল সেন্ট মিউজিয়াম,ফাগু,জাখু,কোটগড,কুফরি অন্যতম। আপনারা যারা ভারতে ভ্রমণের কয়েকটি দর্শনীয় স্থান ভারতের ঘুরতে চান তাদের জন্য শিমলা একটি গুরুত্বপূর্ণ এবং খুব ভালো দর্শনীয় স্থান হতে পারে।

দিল্লি 

দিল্লি ভারতের রাজধানী। প্রায় ২০ কোটি মানুষ এ শহরে বাস করে। ভারতের সবচেয়ে জনবহুল এবং ব্যস্ততম শহর গুলোর মধ্যে দিল্লির অন্যতম। সেই মুঘল সম্রাটের শাসন আমল থেকেই দিল্লি ভারতের অন্যতম একটি শহর। দিল্লিতে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছ। যেগুলো আপনার কয়েকদিনে ঘুরে শেষ করতে পারবেন না। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ভারতে যেসব দর্শনীক ঘুরতে আসে তাদের সকলেরই পছন্দের প্রথম দিকের তালিকাতে থাকে দিল্লি শহর। 
দিল্লিতে দর্শনীয় স্থানগুলোর মধ্যে ইন্ডিয়া গেট,লালকেল্লা,দিল্লি জামে মসজিদ,কুতুব মিনার,দ্যা ন্যাশনাল মিউজিয়াম,চাঁদনী চক,দিল্লি সেন্ট্রাল পার্ক অন্যতম। এছাড়াও মানুষ দিল্লিকে খাবারের শহর বলে। যারা ভারতে ভ্রমণের কয়েকটি দর্শনীয় স্থান ঘুরতে চান তাদের জন্য দিল্লি একটি গুরুত্বপূর্ণ শহর।

কলকাতা

কলকাতা শহরের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক পুরাতন। ভারতবর্ষ বিভক্তের পূর্বে বাংলা এবং আসামের রাজধানী ছিল কলকাতা। ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিক শহর গুলোর মধ্যে কলকাতা অন্যতম। বর্তমানে কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী। কলকাতা শহর সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য বহুল পরিচিত। যারা বাংলাদেশী দর্শনার্থী রয়েছে তাদের পছন্দের তালিকায় কলকাতা শহর প্রথম দিকে থাকে। 

মানুষ কলকাতা শহরকে সিটি অফ জয় বলে। কলকাতার দর্শনীয় স্থানগুলোর মধ্যে ইন্ডিয়ান মিউজিয়াম,ভিক্টোরিয়া মেমোরিয়াল,রবীন্দ্রভারতী মিউজিয়াম,বিরলা ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়াম,হাওড়া ব্রিজ,ফোর্ট উইলিয়াম,অ্যাকোয়াটিকা সহ আরো অন্যান্য। কলকাতা শহরকে উৎসবের শহর বলা হয়।

দার্জিলিং

দার্জিলিং বাংলাদেশের উত্তর দিকের একটি শহর। ভারতের সুন্দরতম শহর গুলুর মধ্যে দার্জিলিং সবচেয়ে অন্যতম। দার্জিলিং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫০০ মিটার উপরে অবস্থিত একটি শহর। দার্জিলিং শহরে অনেক দর্শনীয় স্থান রয়েছে। যার মধ্যে টাইগার হিল,রক গার্ডেন,বাতাসিয়া লুপ,ঘুম মুনিস্ট্রি,ঘুম স্টেশন,তেনজিং রক অন্যতম। যাদের সময় অনেক কম থাকে এবং খুব অল্প খরচে ভারতের গুরুত্বপূর্ণ দর্শনীয় এই স্থানটি ঘুরে আসতে চান তাদের জন্য দার্জিলিং একটি খুবই অন্যতম গন্তব্য হতে পারে। আমাদের সকলেরই দার্জিলিং কখনো না কখনো একবার হলেও ভ্রমণ করা উচিত।

রাজস্থান

ভারতের বৃহত্তম শহর গুলির মধ্যে রাজস্থান অন্যতম। রাজস্থানকে বলা হয় রাজাদের শহর। রাজস্থান ভারতের উত্তর-পশ্চিম অঞ্চলের একটি বৃহত্তম রাজ্য। যারা রাজধানী হল জয়পুর। সমগ্র রাজস্থান রাজ্যটি মরুভূমি দ্বারা বেষ্টিত। ভারতবর্ষের সবচেয়ে সুন্দরতম ইমারতগুলো এই রাজস্থানের বিভিন্ন শহরেই অবস্থিত। রাজস্থান বাসীদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। রাজস্থানে অনেক ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান রয়েছে যেগুলো নিচে তুলে ধরা হলো। 

জয়সালমের হ্রদ,তারাগর দুর্গ,সুখ মহল,পিছলা রদ,হাওয়া মহল,জলমহল,সরিস্কা জাতীয় উদ্যান,যন্তর মহল, সিটি প্যালেস, সিলিসার হ্রদ সহ আরো অন্যান্য। আমাদের সকলেরই ভারতে ভ্রমণের কয়েকটি দর্শনীয় স্থানের মধ্যে রাজস্থান শহরটিও দেখা উচিত। এমন সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী শহর দেখলে আমাদের জ্ঞান অনেক বৃদ্ধি পাবে।

লেখকের মন্তব্য:

বাংলাদেশের বেশিরভাগ মানুষই ভারতে ভ্রমণ করার জন্য অপেক্ষায় থাকেন। বাঙালি স্বভাবতই অনেক ভ্রমণ পিপাসু। যারা ভারতে ঘুরতে যেতে চান তাদের উপরে উল্লেখিত জায়গাগুলো ভ্রমণ করা উচিত। আমার উপরের পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে। তাহলে সেটি আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনাদের মন্তব্য কমেন্টেরে মাধ্যমে জানাতে পাড়েন

comment url