২০২৪ কোপা আমেরিকার পূর্ণাঙ্গ সূচি সম্পর্কে জানুন

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপস এবং সময়সূচিপৃথিবীর বিখ্যাত ফুটবল টুর্নামেন্টে গুলুর মধ্যে সবচেয়ে প্রাচীনতম টুর্নামেন্ট হল কোপা আমেরিকা। মূলত দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দলকে নিয়ে কনমেবল যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। সেটিকেই বলা হয় কোপা আমেরিকা। এ পর্যন্ত প্রায় ৪৭ বার কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছে। এ বছরের জুনে এ টুর্নামেন্টের ৪৮ তম আসরটি বসবে যুক্তরাষ্ট্রে।
কোপা আমেরিকা অনেক প্রাচীন এবং খুবই মর্যাদাপূর্ণ একটি ফুটবল টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা ১৫ বার। আপনারা যারা কোপা আমেরিকা সম্পর্কে জানতে চান তারা নিচের আর্টিকেলটি পড়ে আসতে পারেন।

কোপা আমেরিকা সম্পর্কে জানুন

কনমেবল দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশ নিয়ে প্রাচীন যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে সেটিই কোপা আমেরিকা। যারা কোপা আমেরিকা জিতে তাদের লাতিন অঞ্চলের চ্যাম্পিয়ন বলা হয়। বিশ্বের প্রাচীনতম ফুটবল এই টুর্নামেন্টটি অফিসিয়ালি শুরু হয়েছিল ১৯১৬ সাল থেকে। ২০২৪ সালে এসে এই টুর্নামেন্টের বয়স প্রায় ১০৮ বছর হয়েছে। 
২০২৪ সালে এ টুর্নামেন্টের ৪৮ তম আসর বসবে যুক্তরাষ্ট্রে। যেটি শুরু হবে ২০ শে জুন ২০২৪ এবং এটি শেষ হবে ১৫ ই জুলাই ২০২৪। নিচে আমরা কোপা আমেরিকা সম্পর্কে আরো অনেক ধরনের তথ্য তুলে ধরেছে। যেগুলো সম্পর্কে আপনারা জানলে কোপা আমেরিকা সম্পর্কে আপনাদের জ্ঞান অনেক বৃদ্ধি পাবে। 
কোপা আমেরিকার এই ৪৮ তম আসরে এসে কনমেবল দক্ষিণ আমেরিকার দল গুলোর পাশাপাশি উত্তর আমেরিকার চারটি দলের অংশগ্রহণ নিশ্চিত করেছে। তাই বলা চলে কোপা আমেরিকা অন্যান্য আসরের চেয়ে এবারের আসর অনেক বেশি প্রতিদ্বন্দিতাপূর্ণ হবে।

২০২৪ কোপা আমেরিকার দলসমূহ

কোপা আমেরিকাতে প্রত্যেক বছর দক্ষিণ আমেরিকার দলগুলিই অংশগ্রহণ করে। কিন্তু এবছর কমবেবল দক্ষিণ আমেরিকার ১০ দলের পাশাপাশি উত্তর আমেরিকা থেকে ৬ টি দল নিয়েছে। যাতে এ বছরের কোপা আমেরিকাটি আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। ২০২৪ কোপা আমেরিকাতে যে কয়েকটি দল অংশগ্রহণ করছে
বলিভিয়া আর্জেন্টিনা জ্যামাইকা কোস্টারিকা
চিলি পেরু মেক্সিকো ব্রাজিল
কানাডা ইকুয়েডর উরুগুয়ে কলম্বিয়া
ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র পানামা প্যারাগুয়ে

২০২৪ কোপা আমেরিকার গ্রুপসমূহ

কোপা আমেরিকা ২০২৪ এর গ্রুপগুলু অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হয়েছে। কোপা আমেরিকা ২০২৪ এর গ্রুপ গুলো হল
গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি
আর্জেন্টিনা মেক্সিকো উরুগুয়ে কলম্বিয়া
পেরু ভেনেজুয়েলা পানামা কোস্টারিকা
চিলি ইকুয়েডর যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে
কানাডা জ্যামাইকা বলিভিয়া ব্রাজিল

২০২৪ কোপা আমেরিকার পূর্ণাঙ্গ সূচি

তারিখ ম্যাচ সময় ভেন্যু
২১ জুন আর্জেন্টিনা Vs কানাডা সকাল ৬টা আটলান্টা
২২ জুন পেরু Vs চিলি সকাল ৬টা আলিংটন
২৩ জুন ইকুয়েডর Vs ভেনেজুয়েলা 3ভোর ৪টা সান্তাক্লারা
২৩ জুন মেক্সিকো Vs জ্যামাইকা সকাল ৭টা হিউস্টন
২৪ জুন যুক্তরাষ্ট্র Vs বলিভিয়া ভোর ৪টা আলিংটন
২৪ জুন উরুগুয়ে Vs পানামা সকাল ৭টা মিয়ামি
২৫ জুন কলম্বিয়া Vs প্যারাগুয়ে 3ভোর ৪টা হিউস্টন
২৫ জুন ব্রাজিল Vs কোস্টারিকা সকাল ৭টা ইঙ্গেলউড
২৬ জুন পেরু Vs কানাডা ভোর ৪টা কানসাস সিটি
২৬ জুন আর্জেন্টিনা Vs চিলি সকাল ৭টা ইস্ট রাদারফোর্ড
২৭ জুন ইকুয়েডর Vs জ্যামাইকা ভোর ৪টা লাস ভেগাস
২৭ জুন ভেনেজুয়েলা Vs মেক্সিকো সকাল ৭টা ইঙ্গেলউড
২৮ জুন পানামা Vs যুক্তরাষ্ট্র ভোর ৪টা আটলান্টা
২৮ জুন রুগুয়ে Vs বলিভিয়া সকাল ৭টা ইস্ট রাদারফোর্ড
২৯ জুন কলম্বিয়া Vs কোস্টারিকা ভোর ৪টা গ্লেনডেল
২৯ জুন ব্রাজিল Vs প্যারাগুয়ে সকাল ৭টা লেস ভেগাস
৩০ জুন আর্জেন্টিনা Vs পেরু সকাল ৬টা মিয়ামি
৩০ জুন কানাডা Vs চিলি সকাল ৬টা অরল্যান্ডো
১ জুলাই মেক্সিকো Vs ইকুয়েডর সকাল ৬টা গ্লেনডেল
১ জুলাই জ্যামাইকা Vs ভেনেজুয়েলা সকাল ৬টা অস্টিন
২ জুলাই বলিভিয়া Vs পানামা সকাল ৭টা অরল্যান্ডো
২ জুলাই যুক্তরাষ্ট্র Vs উরুগুয়ে সকাল ৭টা কানসাস সিটি
৩ জুলাই ব্রাজিল Vs কলম্বিয়া সকাল ৭টা সান্তা ক্লারা
৩ জুলাই কোস্টারিকা Vs প্যারাগুয়ে সকাল ৭টা অস্টিন
৫ জুলাই এ১ Vs বি২ সকাল ৭টা হিউস্টন
৬ জুলাই বি১ Vs এ২ সকাল ৭টা আলিংটন
৭ জুলাই সি১Vs ডি২ ভোর ৪টা লাস ভেগাস
৭ জুলাই ডি১ Vs সি২ সকাল ৭টা গ্লেনডেল
১০ জুলাই কোয়ার্টার১ Vs কোয়ার্টার২ সকাল ৬টা ইস্ট রাদারফোর্ড
১১ জুলাই কোয়ার্টার৩ Vs কোয়ার্টার৪ সকাল ৬টা শার্লট
১৪ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী সকাল ৬টা শার্লট
১৫ জুলাই ফাইনাল সকাল ৬টা মিয়ামি

শেষ কথা

কোপা আমেরিকা শুরু হচ্ছে এ বছর ২০ জুন থেকে। আপনাদের সকলকে সেটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের উপরের পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্যটি এবং এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার ও করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনাদের মন্তব্য কমেন্টেরে মাধ্যমে জানাতে পাড়েন

comment url