২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপস এবং সময়সূচি

আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হল কাবাডি হলেও। দেশের বেশিরভাগ মানুষই ক্রিকেট খেলা দেখতে এবং খেলতে বেশি পছন্দ করে। সময়ের সাথে সাথে ভারতীয় উপমহাদেশে ক্রিকেট খেলার জনপ্রিয়তা দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। ক্রিকেট খেলা পরিচালনা করে ক্রিকেট পরিচালক সংস্থা ICC। যাতে করে ক্রিকেট খেলা অনেক সুন্দর এবং নিয়ম-শৃংখলার মধ্যে থেকে অনুষ্ঠিত হতে পারে।
বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। ক্রিকেট পরিচালনাসংস্থা ICC প্রায় প্রত্যেক বছরই একটি করে বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে থাকে। নিচে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

ICC যে সকল বৈশ্বিক আসরের আয়োজন করে

  • ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ : ক্রিকেট একটি বৈশ্বিক খেলা। যেটি শুরু হয় সর্বপ্রথম ইংল্যান্ডে। ব্রিটিশরা সর্বপ্রথম ক্রিকেট খেলা শুরু করেন। যেহেতু ব্রিটিশরা বিভিন্ন জায়গায় উপনিবেশিক ছিলেন।পর্যায়ক্রমে যেটি ১৯৮৯,১৯৮৩,১৯৮৮,১৯৯২,১৯৯৬,১৯৯৯,২০০৩,২০০৭,২০১১,২০১৫ ২০১৯ও ২০২৩ সালে অনুষ্ঠিত হয়। ২০২৭ সালে এটির ১৪ তম আসর অনুষ্ঠিত হবে। এটিকেই ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট বলা হয়। ১৯৭৫ সালে সর্বপ্রথম ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। 
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ : এটি ক্রিকেটের ছোট ফরমেটের সবচেয়ে জাকজমকপূর্ণ একটি আসর। টি-টোয়েন্টি ক্রিকেটে খেলা হয় ২০ ওভারের। টি-টোয়েন্টি বিশ্বকাপ সর্বপ্রথম শুরু হয়েছিল ২০০৭ সালে। যেটিতে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপর পর্যায়ক্রমে ২০০৯,২০১০,২০১২,২০১৪,২০১৬,২০২১,২০ এই বছরগুলোতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। এ বছরের জুন মাসের ২ তারিখ থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ম আসর। এই আসরটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে।
  • টেস্ট চ্যাম্পিয়নশিপ : ক্রিকেটের সবচেয়ে মর্যাদা পূর্ণ সেক্টর হল এই টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেটকে বলা হয় ক্রিকেটের রাজা। টেস্ট খেলা হয় ৫ দিনব্যাপী। একটি খেলোয়াড়ের সারা জীবনের স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলা। ICC টেস্ট ক্রিকেট খেলা নিয়ে কোন প্রকার টুর্নামেন্ট অনেক আগে থেকে আয়োজন করে আসছে না। তবে ২০২১ সাল থেকে ICC টেস্ট ক্রিকেট খেলা নিয়ে একটি টুর্নামেন্টের আয়োজন করে আসছে। যেটি টেস্ট ক্রিকেটের মর্যাদাকে আরো বৃদ্ধি করেছে। এই টেস্ট চ্যাম্পিয়নশিপ এর প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড টিম ২০২১ সালে। এবং দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া টিম ২০২২ সালে।
  • চ্যাম্পিয়ন্স ট্রফি : এটি ক্রিকেটের অনেক পুরাতন একটি টুর্নামেন্ট। যেদিকে অনেকে মিনি ওয়ার্ল্ড কাপ বলে। এটিও চার বছর পর পর অনুষ্ঠিত হয়। তবে বিভিন্ন কারণে এটি কয়েকবার বন্ধ করা হয়েছে আবার চালুও করা হয়েছে। প্রথমবার এটি অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৮ সালে। যথারীতি ২০০০,২০০২,২০০৪,২০০৬,২০০৯,২০১৩,২০১৭ তে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল। বলে রাখা ভালো যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮ দল অংশগ্রহণ করতে পারে।
  • অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ : ICC যারা কিশোর রয়েছে তারা যেন ছোট থেকে ক্রিকেট খেলা শিখতে পারে। সেজন্য অনেক পূর্ব থেকেই অনূর্ধ্ব ১৯ নামে একটি ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করে। যেখানে যাদের বয়স ১৯ বছরের নিচে তারা খেলতে পারে। ছোট থেকে শিখতে পারে কিভাবে বড় হয়ে ক্রিকেট খেলতে হবে এবং ক্রিকেট সম্পর্কে জানতে হবে। পর্যায়ক্রমে ১৯৯৮,২০০০,২০০২,২০০৪,২০০৬,২০০৮,২০১০,২০১২,২০১৪,২০১৬,২০১৮,২০২০,২০২২,২০২৪ সালে এ টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছিল। এ টুর্নামেন্টের সবচেয়ে বেশি ৫ বার শিরোপা দিতেছে ভারত। প্রথমবার এই টুর্নামেন্টে ১৯৮৮ তে অনুষ্ঠিত হয়। 

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ কথায় অনুষ্ঠিত হবে

সময়ের সাথে সাথে মানুষের খেলা দেখার ধরনে অনেক পরিবর্তন এসেছে। মানুষ এখন ক্রিকেট খেলাতেও অনেক এন্টারটেইনমেন্ট খোঁজে। টি-টোয়েন্টি খেলাও এমন ধরনেরই একটি খেলা। যেটিতে মানুষ অনেক মজা পায়। এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাযজ্ঞটি বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ২ জুন ২০২৪-২৯ জুন ২০২৪ পর্যন্ত। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রায় ২০টি দল অংশগ্রহণ করবে। এবারের টুর্নামেন্টের মোট ম্যাচের সংখ্যা ৫৫ টি।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলসমূহ

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রায় ২০ টি দল অংশগ্রহণ করবে। যেগুলোর নাম নিচে উল্লেখ করা হলো।
বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড যুক্তরাষ্ট্র
শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ ওমান আয়ারল্যান্ড
নেপাল উগান্ডা অস্ট্রেলিয়া ভারত
নেদারল্যান্ডস পাপুয়ানিউগিনি নামিবিয়া পাকিস্তান
আফগানিস্তান নিউজিল্যান্ড কানাডা স্কটল্যান্ড

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ

এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রায় ২০টি দল অংশগ্রহণ করবে। তারা কে কোন দলে থেকে এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে সেটি নিচে তুলে ধরা হলো।
গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি
যুক্তরাষ্ট্র ওমান নিউজিল্যান্ড বাংলাদেশ
ভারত স্কটল্যান্ড উগান্ডা দক্ষিণ আফ্রিকা
পাকিস্তান নামিবিয়া পাপুয়ানিউগিনি শ্রীলঙ্কা
কানাডা অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ নেপাল
আয়ারল্যান্ড ইংল্যান্ড আফগানিস্তান নেদারল্যান্ডস

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোর সময়সূচি

ম্যাচ তারিখ সময় ভেন্যু
যুক্তরাষ্ট্র Vs কানাডা ২ জুন ৬:৩০ এএম ডালাস
ওয়েস্ট ইন্ডিজ Vs পাপুয়া নিউগিনি ২ জুন ৮:৩০ পিএম গায়ানা
নামিবিয়া Vs ওমান ৩ জুন ৬:৩০ এএম বার্বাডোজ
শ্রীলঙ্কা Vs দক্ষিণ আফ্রিকা ৩ জুন ৮:৩০ পিএম নিউইয়র্ক
আফগানিস্তান Vs উগান্ডা ৪ জুন ৬:৩০ এএম গায়ানা
ইংল্যান্ড Vs স্কটল্যান্ড ৪ জুন ৮:৩০ পিএম বার্বাডোজ
নেদারল্যান্ড Vs নেপাল ৪ জুন ৯:৩০ পিএম ডালাস
ভারত Vs আয়ারল্যান্ড ৫ জুন ৮:৩০ পিএম নিউইয়র্ক
পাপুয়া নিউগিনি Vs উগান্ডা ৬ জুন ৫:৩০ এএম গায়ানা
অস্ট্রেলিয়া Vs ওমান ৬ জুন ৬:৩০ এএম বার্বাডোজ
যুক্তরাষ্ট্র Vs পাকিস্তান ৬ জুন ৮:৩০ পিএম ডালাস
নামিবিয়া Vs স্কটল্যান্ড ৭ জুন ৬:৩০ এএম বার্বাডোজ
কানাডা Vs আয়ারল্যান্ড ৭ জুন ৮:৩০ পিএম নিউইয়র্ক
নিউজিল্যান্ড Vs আফগানিস্তান ৮ জুন ৫:৩০ এএম গায়ানা
শ্রীলঙ্কা Vs বাংলাদেশ ৮ জুন ৬:৩০ এএম ডালাস
নেদারল্যান্ড Vs দক্ষিণ আফ্রিকা ৮ জুন ৮:৩০ পিএম নিউইয়র্ক
অস্ট্রেলিয়া Vs ইংল্যান্ড ৮ জুন ১১:৩০ পিএম বার্বাডোজ
ওয়েস্ট ইন্ডিজ Vs উগান্ডা ৯ জুন ৬:৩০ এএম গায়ানা
ভারত Vs পাকিস্তান ৯ জুন ৮:৩০ পিএম নিউইয়র্ক
ওমান Vs স্কটল্যান্ড ৯ জুন ১১:৩০ পিএম অ্যান্টিগুয়া
দক্ষিণ আফ্রিকা Vs বাংলাদেশ ১০ জুন ৮:৩০ পিএম নিউইয়র্ক
পাকিস্তান Vs কানাডা ১১ জুন ৮:৩০ পিএম নিউইয়র্ক
শ্রীলঙ্কা Vs নেপাল ১২ জুন ৫:৩০ এএম ফ্লোরিডা
অস্ট্রেলিয়া Vs নামিবিয়া ১২ জুন ৬:৩০ এএম অ্যান্টিগুয়া
যুক্তরাষ্ট্র Vs ভারত ১২ জুন ৮:৩০ পিএম নিউইয়র্ক
ওয়েস্ট ইন্ডিজ Vs নিউজিল্যান্ড ১৩ জুন ৬:৩০ এএম ত্রিনিদাদ
বাংলাদেশ Vs নেদারল্যান্ড ১৩ জুন ৮:৩০ পিএম সেন্ট ভিনসেন্ট
ইংল্যান্ড Vs ওমান ১৪ জুন ১:০০ এএম অ্যান্টিগুয়া
আফগানিস্তান Vs পাপুয়া নিউগিনি ১৪ জুন ৬:৩০ এএম ত্রিনিদাদ
যুক্তরাষ্ট্র Vs আয়ারল্যান্ড ১৪ জুন ৮:৩০ পিএম ফ্লোরিডা
দক্ষিণ আফ্রিকা Vs নেপাল ১৫ জুন ৫:৩০ এএম সেন্ট ভিনসেন্ট
নিউজিল্যান্ড Vs উগান্ডা ১৫ জুন ৫:৩০ এএম ত্রিনিদাদ
ভারত Vs কানাডা ১৫ জুন ৮:৩০ পিএম ফ্লোরিডা
নামিবিয়া Vs ইংল্যান্ড ১৫ জুন ১১:৩০ পিএম অ্যান্টিগুয়া
অস্ট্রেলিয়া Vs স্কটল্যান্ড ১৬ জুন ৬:৩০ এএম সেন্ট লুসিয়া
পাকিস্তান Vs আয়ারল্যান্ড ১৬ জুন ৮:৩০ পিএম ফ্লোরিডা
বাংলাদেশ Vs নেপাল ১৭ জুন ৫:৩০ এএম সেন্ট ভিনসেন্ট
শ্রীলঙ্কা Vs নেদারল্যান্ড ১৭ জুন ৬:৩০ এএম সেন্ট লুসিয়া
নিউজিল্যান্ড Vs পাপুয়া নিউগিনি ১৭ জুন ৮:৩০ পিএম ত্রিনিদাদ
ওয়েস্ট ইন্ডিজ Vs আফগানিস্তান ১৭ জুন ৬:৩০ এএম সেন্ট লুসিয়া
এ২ Vs ডি১ ১৯ জুন ৮:৩০ পিএম অ্যান্টিগুয়া
বি১ Vs সি২ ২০ জুন ৬:৩০ এএম সেন্ট লুসিয়া
এ১ Vs সি১ ২০ জুন ৮:৩০ পিএম বার্বাডোজ
ডি২ Vs বি২ ২১ জুন ৬:৩০ এএম অ্যান্টিগুয়া
ডি১ Vs বি১ ২১ জুন ৮:৩০ পিএম সেন্ট লুসিয়া
এ২ Vs সি২ ২২ জুন ৬:৩০ এএম বার্বাডোজ
এ১ Vs ডি২ ২২ জুন ৮:৩০ পিএম অ্যান্টিগুয়া
সি১ Vs বি২ ২৩ জুন ৬:৩০ এএম সেন্ট ভিনসেন্ট
এ২ Vs বি১ ২৩ জুন ৮:৩০ পিএম বার্বাডোজ
সি২ Vs ডি১ ২৪ জুন ৬:৩০ এএম অ্যান্টিগুয়া
বি২ Vs এ১ ২৪ জুন ৮:৩০ পিএম সেন্ট লুসিয়া
সি১ Vs ডি২ ২৫ জুন ৬:৩০ এএম সেন্ট ভিনসেন্ট
সেমিফাইনাল ১ ২৭ জুন ৬:৩০ এএম গায়ানা
সেমিফাইনাল ২ ২৭ জুন ৮:৩০ পিএম ত্রিনিদাদ
ফাইনাল ২৯ জুন ৮:৩০ পিএম বার্বাডোজ

শেষ কথা 

ক্রিকেট আমরা সকলেই পছন্দ করি। আমাদের উপরের পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্যটি এবং এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার ও করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনাদের মন্তব্য কমেন্টেরে মাধ্যমে জানাতে পাড়েন

comment url