বাংলাদেশের স্থলবন্দর কয়টি ও কি কি-বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ও কি কি

যে কোন দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে সে দেশের যোগাযোগ বাবস্থা ভাল হওয়া জরুরী। । আপনারা যারা বাংলাদেশের স্থলবন্দর কয়টি ও কি কি-বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ও কি কি সম্পর্কে জানতে চান তারা আমাদের নিচের আর্টিকেলটি পড়ে আসতে পারেন। আমরা সেখানে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
বাংলাদেশের স্থলবন্দর কয়টি ও কি কি-বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ও কি কি এটি ছারাও আমরা এখানে আরও আলোচনা করেছি বাংলাদেশের সমুদ্রবন্দর কয়টি ও কি কি এবং বাংলাদেশের ডোমেস্টিক বিমানবন্দর কয়টি ও কি কি।

ভূমিকা

বাংলাদেশ বরাবরি একটি কৃষিপ্রধান দেশ হিসেবেই বিবেচিত হত। তবে সময়ের সাথে সাথে বাংলাদেশের অর্থনীতিও আগের তুলনায় অনেকটাই শক্তিশালী হয়েছে। যদি যোগাযোগ বাবস্থা ভাল হয় তাহলে সে দেশের অর্থনীতিও অনেক বেশি শক্তিশালী হবে। বাংলাদেশের স্থলবন্দর কয়টি ও কি কি-বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ও কি কি এটি সম্পর্কে জানতে নিচের আর্টিকেলটি পড়ুন। আমরা আমাদের এই আর্টিকেলে বাংলাদেশের বিভিন্ন যোগাযোগ বাবস্থার ধরন তুলে ধরেছি। এটি পড়লে আপনারা যোগাযোগ বাবস্থা সম্পর্কে আরও ভাল ধারনা পাবেন।

বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ও কি কি

বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা খুব একটা বেশি নয়। বাংলাদেশে মোট আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা ৩ টি। নিচে বিমানবন্দর গুলোর নাম উল্লেখ করা হলো।
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর,ঢাকা।
  • শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর,চট্টগ্রাম।
  • ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর,সিলেট।

বাংলাদেশের ডোমেস্টিক বিমানবন্দর কয়টি ও কি কি

বাংলাদেশের স্থলবন্দর কয়টি ও কি কি-বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ও কি কি সম্পর্কে জানতে নিচে লক্ষ্য করুন। বাংলাদেশের ডোমেস্টিক বিমানবন্দরের সংখ্যাও খুব বেশি একটা নয়। তবে বর্তমান সময়ে যে কয়েকটি বিমানবন্দরের সংখ্যা রয়েছে। সেগুলো নিচে উল্লেখ করা হলো।
  • বরিশাল বিমানবন্দর,বরিশাল।
  • কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর,কক্সবাজার।
  • যশোর বিমানবন্দর,যশোর।
  • শাহ মখদুম বিমানবন্দর,রাজশাহী।
  • সৈয়দপুর বিমানবন্দর,সৈয়দপুর।

বাংলাদেশের সামরিক বিমানবন্দর কয়টি ও কি কি

সামরিক বিমানবন্দর বিশেষ করে দেশের সামরিক বিভিন্ন কাজে বাবহারিত হয়। এটির সংখ্যাও অনেক ছিল। তবে বর্তমানে এটির সংখ্যা ১০- ১২ টির মত হয়েছে। নিচে কয়েকটির নাম তুলে ধরা হল। 
  • বগুড়া বিমানবন্দর,বগুড়া।
  • লালমনিরহাট বিমানবন্দর,লালমনিরহাট।
  • মতিউর রহমান বিমানঘাঁটি,যশোর।
  • তেজগাঁও বিমানবন্দর,ঢাকা।
  • চকরিয়া বিমানবন্দর,কক্সবাজার।
  • হাটহাজারী এয়ারফিল্ড,চট্টগ্রাম।
  • ফেনী বিমানঘাঁটি,ফেনী।
  • দহাজারি বিমানঘাঁটি,কক্সবাজার।
  • জহুরুল হক বিমানঘাঁটি,চট্টগ্রাম।

বাংলাদেশের নদীবন্দর কয়টি ও কি কি 

বিশ্বব্যাপী সকলেই চিনে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। তবে বাংলাদেশের সব নদীতেই নদীবন্দর নেই। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যে সকল জেলা রয়েছে। সে জেলাগুলোর ভিতর দিয়ে যে সকল নদী প্রবাহিত হয়েছে। বিশেষ করে সে সকল নদীগুলোতেই নদীবন্দর রয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছোট বড় সর্বমোট ৪৫টি নদী বন্দর রয়েছে। নিচে এ সকল নদী বন্দরের নাম উল্লেখ করা হলো।
নদীবন্দররের নাম স্থান
রূপপুর নদী বন্দর পাবনা পাবনা
নাজিরগঞ্জ নদীবন্দর পাবনা পাবনা
বাঘাবাড়ি নদী বন্দর সিরাজগঞ্জ
খুলনা নদীবন্দর খুলনা
বসন্তপুর নদীবন্দর সাতক্ষীরা
নোয়াপাড়া নদীবন্দর যশোর
বরিশাল নদীবন্দর বরিশাল
ভোলা নদীবন্দর ভোলা
বরগুনা নদীবন্দর বরগুনা
পটুয়াখালী নদীবন্দর পটুয়াখালী
টোয়াপাড়া নদীবন্দর ময়মনসিংহ
নগরবাড়ি-কাজীরহাট-নরাদহ নদীবন্দর ময়মনসিংহ
মেঘনাঘাট নদীবন্দর ময়মনসিংহ
চিলমারী নদীবন্দর কুড়িগ্রাম
রী-রাজিবপুর নদীবন্দর কুড়িগ্রাম
সদরঘাট নদীবন্দর চট্টগ্রাম
দপুর নদীবন্দর চাঁদপুর
লক্ষীপুর নৌবন্দর লক্ষীপুর
মজু চৌধুরিহাট নদীবন্দর লক্ষীপুর
দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দর চট্টগ্রাম
মিরসরাই-রাসমণি নদীবন্দর চট্টগ্রাম
কোম্পানিগঞ্জ নদীবন্দর চট্টগ্রাম
নাগাজী নদীবন্দর ফেনী
নোয়াখালী নদীবন্দর নোয়াখালী
আশুগঞ্জ নদীবন্দর ব্রাহ্মণবাড়িয়া
টেকনাফ নদীবন্দর কক্সবাজার
কস্তুরাঘাট নদীবন্দর কক্সবাজার
কক্সবাজার নদীবন্দর কক্সবাজার
নারায়ণগঞ্জ নদীবন্দর রায়ণগঞ্জ
ফরিদপুর নদীবন্দর ফরিদপুর
আরিচা নদীবন্দর মানিকগঞ্জ
চড়জানাজাত নদীবন্দর মাদারীপুর
মিরকাদিম নদীবন্দর মুন্সিগঞ্জ
শিমুলিয়া নদীবন্দর মুন্সিগঞ্জ
দৌলতদিয়া নদীবন্দর রাজবাড়ী
গোয়ালন্দঘাট নদীবন্দর রাজবাড়ী
মাওয়া নদীবন্দর মুন্সিগঞ্জ
গোসাইরহাটপট্টি নদীবন্দর শরীয়তপুর
নরসিংদী নদীবন্দর নরসিংদী
ঘোড়াশাল নদীবন্দর নরসিংদী
সদরঘাট নদীবন্দর ঢাকা
ঢাকা নদীবন্দর ঢাকা
ধাকগাঁও নদীবন্দর ঢাকা
টঙ্গী নদীবন্দর গাজীপুর
গাজীপুর নদীবন্দর গাজীপুর

বাংলাদেশের সমুদ্রবন্দর কয়টি ও কি কি 

বাংলাদেশের বাণিজ্যে সব থেকে বেশি ভুমিকা রাখে দেশের সমুদ্রবন্দরগুলো। কারন দেশের যত আমদানি-রপ্তানি মূলক বিষয় রয়েছে সব সমুদ্রবন্দরই করা হয়ে থাকে। বাংলাদেশের স্থলবন্দর কয়টি ও কি কি-বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ও কি কি জানার জন্য নিচের আর্টিকেলটি পড়ুন।
দেশে সমুদ্রবন্দর সর্বমোট ৪ টি রয়েছে। তবে যে কোন কাজে সবথেকে বেশি বাবহারিত হয় চট্টগ্রাম সমুদ্রবন্দর। কেননা এখানে যাওয়ার যোগাযোগ বাবস্থা অনেক ভালো। এটিই বাংলাদেশের সবথেকে বড় এবং বাস্ততম সমুদ্রবন্দর।
সমুদ্রবন্দরের নাম অবস্থান ধরন অবস্থা কর্তৃত্ব
চট্টগ্রাম সমুদ্রবন্দর চট্টগ্রাম প্রধান সমুদ্রবন্দর চলমান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
মংলা সমুদ্রবন্দর মংলা,খুলনা প্রধান সমুদ্রবন্দর চলমান মোংলা বন্দর কর্তৃপক্ষ
পায়রা সমুদ্রবন্দর পটুয়াখালী,বরিশাল ছোট সমুদ্র বন্দর চলমান পায়রা বন্দর কর্তৃপক্ষ
মাতারবাড়ি সমুদ্রবন্দর মাতারবাড়ি,কক্সবাজার গভীর সমুদ্র বন্দর আংশিক চালু মাতারবাড়ি,বন্দর কর্তৃপক্ষ

বাংলাদেশের স্থলবন্দর কয়টি ও কি কি 

বর্তমান সময়ে বাংলাদেশে সর্বমোট ২৫টি স্থলবন্দর রয়েছে। এই স্থলবন্দর গুলো বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর হলো বেনাপোল। বাংলাদেশের যে ২৫টি স্থলবন্দর রয়েছে সেগুলো নিচে উল্লেখ করা হলো।
স্থলবন্দরসমূহ স্থান ভারতীয়/মিয়ানমারিও অংশ
বেনাপোল স্থলবন্দর শারশা,যশোর চব্বিশ পরগুনা
আখাউড়া স্থলবন্দর আখাউড়া,ব্রাম্মণবাড়িয়া আগরতলা
বুড়িমারী স্থলবন্দর পাটগ্রাম,লালমনিহাট চ্যাংড়াবান্ধা,পশ্চিমবঙ্গ
বাংলাবান্ধা স্থলবন্দর তেঁতুলিয়া,পঞ্চগড় জলপাইগুড়ি
হিলি স্থলবন্দর হাকিমপুর,দিনাজপুর পশ্চিম-দিনাজপুর
বিরল স্থলবন্দর বিরল,দিনাজপুর গাউর
ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা সদর,সাতক্ষীরা চব্বিশ পরগুনা
টেকনাফ স্থলবন্দর টেকনাফ,কক্সবাজার মুন্দু (মিয়ানমার)
দৌলতগঞ্জ স্থলবন্দর জীবননগর, চুয়াডাঙ্গা নদীয়া,পশ্চিমবঙ্গ
সোনামসজিদ স্থলবন্দর শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ মালদা
হালুয়াঘাট স্থলবন্দর হালুয়াঘাট,ময়মনসিংহ থুরা
বিবির বাজার স্থলবন্দর কুমিল্লা সদর,কুমিল্লা আগরতলা
তামাবিল স্থলবন্দর গোয়াইনঘাট,সিলেট শিলং
সোনাহাট স্থলবন্দর ভুরুঙ্গামারী, কুুুড়িগ্রাম গোলকগঞ্জ
দর্শনা স্থলবন্দর দামুরহুদা,চুয়াডাঙ্গা নদীয়া
ভোলাগঞ্জ স্থলবন্দর ভোলাগঞ্জ,সিলেট আসাম
চিলাহাটি স্থলবন্দর ডোমার,নীলফামারী কোচবিহার,পশ্চিমবঙ্গ
তেগামুখ স্থলবন্দর বরকল,রাঙামাটি কাউয়াপুচিয়া,মিজোরাম
রামগড় স্থলবন্দর রামগড়,খাগড়াছড়ি সাবরুম,ত্রিপুরা
নাকুগাঁও স্থলবন্দর নালিতাবাড়ী,শেরপুর তুরা,মেঘালয়
গোবরাকুড়া-কড়ইতলী স্থলবন্দর হালুয়াঘাট,ময়মনসিংহ গাছুয়াপাড়া,মেঘালয়
ধানুয়া কামালপুর স্থলবন্দর বকশীগঞ্জ,জামালপুর আমপতি,মেঘালয়
বিলোনিয়া স্থলবন্দর পরশুরাম,ফেনী মুহুরীঘাট,ত্রিপুরা
শেওলা স্থলবন্দর বিয়ানীবাজার,সিলেট করিমগঞ্জ,আসাম
বাল্লা স্থলবন্দর চুনারুঘাট,হবিগঞ্জ খৈয়াই,ত্রিপুরা

শেষ কথা

আমারা নিচে বাংলাদেশের স্থলবন্দর কয়টি ও কি কি-বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ও কি কি এবং বাংলাদেশের ডোমেস্টিক বিমানবন্দর কয়টি ও কি কি নিয়ে আলোচনা করেছি। আপনাদের যদি আলোচনাটি ভাল লেগে থাকে। তাহলে এটি আপনারা আপনাদের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনাদের মন্তব্য কমেন্টেরে মাধ্যমে জানাতে পাড়েন

comment url