মালটা এর পুষ্টিগুণ-মালটা খাওয়ার ৮টি পুষ্টি উপকারিতা
গর্ভাবস্থায় পেপে খেলে কি ক্ষতি হয়মালটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন। সুমিষ্ট এবং পুষ্টি
সম্পন্ন এই ফলটি সকলের কাছে অনেক জনপ্রিয়। আপনারা যারা মালটা এর পুষ্টিগুণ-মালটা
খাওয়ার ৮টি পুষ্টি উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে চান। তারা আমাদের নিচের
আর্টিকেলটি ভালোভাবে পড়ে আসতে পারেন।
আমরা সেখানে মালটা এর পুষ্টিগুণ-মালটা খাওয়ার ৮টি পুষ্টি উপকারিতা ছাড়াও মালটা
খেলে কি ডায়াবেটিস বাড়ে এবং মালটা অতিরিক্ত খেলে কি হয় সেটি নিয়ে বিস্তারিত
আলোচনা করেছি।
ভূমিকা
মালটা মূলত একটি শীতকালীন ফল। অনেক ভিটামিন এবং খনিজ জাতীয় উপাদান পাওয়া যায়
মালটাতে। আমরা অনেকেই মালটা এবং কমলাকে চিনতে অনেকটাই ভুল করি। অনেকেই মালটাকেই
কমলা মনে করে। তবে মালটা এবং কমলার গুণ খুব সমসাময়িক। আপনারা যারা মালটা এর
পুষ্টিগুণ-মালটা খাওয়ার ৮টি পুষ্টি উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে চান। তারা
আমাদের নিচের আর্টিকেলটি পড়ে আসতে পারেন।
মালটা এর পুষ্টিগুণ
মালটা অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল। আমাদের দেশে এ ফলটির জনপ্রিয়তা অনেক
বেশি। মালটাতে ভিটামিন সি,ভিটামিন বি,ভিটামিন বি ৬,ভিটামিন কে ও ভিটামিন এ পাওয়া
যায়। এ ভিটামিন গুলো শরীরের বিভিন্ন ক্ষয় পুরণে সাহায্য করে এবং ভিটামিনের অভাব
পূরণ করতে সাহায্য করে। এছাড়া মালটাতে অনেক ধরনের খনিজ উপাদান পাওয়া
যায়।
আরও পড়ুনঃ পেয়ারা খাওয়ার ৮টি উপকারিতা
যেগুলোর মধ্যে ক্যালসিয়াম,পটাশিয়াম,ম্যাগনেসিয়াম,ফসফরাস,আয়রন ইত্যাদি অন্যতম।
যেগুলো আমাদের শরীরের খনিজের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। মালটাতে বিভিন্ন রকম
অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। যেগুলো শরীরকে বিভিন্নভাবে সহযোগিতা করে রোগ
প্রতিরোধ করতে।
পরিশেষে বলা যায় যে মালটা অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল। এটি আমাদের সকলেরই
কমবেশি খাওয়া উচিত। এটি আমাদের নিয়মিত খাদ্য তালিকায় রাখলে খুব সহজেই শরীরকে
সুস্থ রাখা সম্ভব।
মালটা খাওয়ার ৮টি পুষ্টি উপকারিতা
মালটা অনেক পুষ্টি সম্পন্ন একটি ফল। এটির অনেক উপকারিতা রয়েছে। নিচে আমরা এটির
৮টি গুরুত্বপূর্ণ উপকারিতা সম্পর্কে জানব।
- মালটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকাতে এটি দাঁত এবং হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ডি লিনোনেন নামক একটি উপাদান পাওয়া যায় মালটাতে। যেটি ক্যান্সার নিরাময় খুবই কার্যকরী একটি উপাদান।
- মালটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায়। এটি হৃদতন্ত্রকে পরিষ্কার রাখতে সাহায্য করে।
- মাল্টাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। যাদের ভিটামিন সি এর অভাব রয়েছে। তারা এই ফলটি খেলে খুব সহজে ভিটামিন সি এর অভাব পূরণ করতে পারেন।
- যাদের হজমের সমস্যা রয়েছে। মাল্টাতে ফাইবার থাকায় হজমে খুবই উপকার করে এবং পরিপাকতন্ত্রকে পরিষ্কার রাখতে সাহায্য করে।
- কিডনি জাতীয় বিভিন্ন সমস্যা দূর করতে মালটা খুবই কার্যকরী একটি ফল। বিশেষ করে কিডনির পাথর দূর করতে মালটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- মালটাতে হেসপেরিডিন ও পেকটিন নামাক উপাদান হয়েছে। যেটি শরীরের খারাপ জীবাণু দূর করতে ভূমিকা রাখে।
- মাল্টাতে গ্লুকোজের পরিমাণ খুবই কম থাকায় এটি অনেক খেলেও শরীরের গ্লোকোষের মাত্রা ঠিক থাকে।
মালটা খেলে কি ডায়াবেটিস বাড়ে
মালটা অনেক পুষ্টি সম্পন্ন ভিটামিন জাতীয় একটি মৌসুমী ফল। যদিও আমাদের দেশে
মালটা অনেক জনপ্রিয় একটি ফল। তাই সকলেই কমবেশি মালটা খেতে পছন্দ করে। তবে অনেকে
আমরা এটির উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জানি না। ডায়াবেটিস রোগীদের জন্য
মালটা অনেক কার্যকরী এবং স্বাস্থ্য সম্পর্কে একটি ফল।
কেননা মালটাতে ক্যালোরি এবং ফ্যাটের পরিমাণ খুবই কম থাকায় এ ফলটি কেউ যদি অনেক
বেশি খায়। তারপরও শরীরের গ্লুকোজ ঠিক থাকে। ডায়াবেটিস রোগীরা যদি নিয়মিত মালটা
খেতে পারে। তাহলে তারা এ ফলটি থেকে অনেক পুষ্টি পেতে পারে।
মালটা খেলে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস তুলনামূলকভাবে অনেক নিয়ন্ত্রিণে থাকে।
তাই চিকিৎসকেরা ডায়াবেটিস রোগীদের তাদের নিয়মিত খাদ্য তালিকায় মালটা রাখতে
বলেন।
বাংলাদেশে মালটা চাষের জোয়ার
মালটা বিদেশে একটি ফল হলেও বর্তমান সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বারি ১ জাতের
মালটাটির চাষ অনেক পরিমাণে হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের উত্তর অঞ্চলের জেলাগুলোতে
তুলনামূলকভাবে দিন দিন মালটা চাষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। মালটা একটু ঠান্ডা
আবহাওয়াতে ভালো জন্মায়। এছাড়াও এটির জন্য উপযুক্ত শ্রেণির মাটির প্রয়োজন
হয়।
দেশে মিষ্টি মাল্টা চাষ দিন দিন বৃদ্ধি পাওয়াতে। বাংলাদেশকে মালটার চাষে একটি
জোয়ারে পরিণত হয়েছে। মালটা চাষের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাওয়ার পেছনে বাংলাদেশ
কৃষি গবেষণা ইনস্টিটিউটের ব্যাপক ভূমিকা রয়েছে। পুষ্টি সম্পন্ন এই ফলটি সকলের
কমবেশি খাওয়া উচিত। এটি আমাদের স্বাস্থ্য কে ঠিক রাখতে এবং পুষ্টির ঘাটতি পূরণে
সাহায্য করে।
মালটা অতিরিক্ত খেলে কি হয়
অনেক সাধের এ ফলটি অনেকের কাছে খুবই জনপ্রিয় একটি ফল। এর ফলটির অপকারের থেকে
উপকার অনেক বেশি। তবে বিভিন্ন গবেষণা থেকে দেখা গিয়েছে যে অতিরিক্ত মালটা খেলে
সেটি পেটের বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করে। মাল্টার রস অতিরিক্ত গ্রহণ করলে খাদ্য
হজমে অনেক সমস্যা দেখা দেয়। এছাড়া অতিরিক্ত মালটা খাওয়ায় আমাসয় জাতীয় সমস্যা
হতে পারে।
আরও পড়ুনঃ ড্রাগন ফলে কি রূপচর্চা হয়
যাদের শরীরে অতিরিক্ত রক্তের সমস্যা রয়েছে। তাদের মালটা খুব কম পরিসরে খাওয়া
উচিত। কেননা অতিরিক্ত মালটা খাওয়ার ফলে উচ্চ রক্তচাপের সৃষ্টি হতে পারে।
বিশেষজ্ঞরা পরামর্শ দেন সকালে ভারী খাবারের সাথে মালটা খাওয়া যেতে পারে। যেকোনো
জিনিস অতিরিক্ত খেলে শরীরের উপর খারাপ প্রভাব ফেলে। তাই সব সময় চেষ্টা করতে হবে
যতটুকু প্রয়োজন শরীরের জন্য ঠিক ততটুকুই গ্রহণ করা।
শেষ কথা
আমরা আমাদের উপরের আলোচনায় মালটা এর পুষ্টিগুণ-মালটা খাওয়ার ৮টি পুষ্টি উপকারিতা
এবং মালটা অতিরিক্ত খেলে কি হয় সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনাদের
যদি এই আর্টিকেলটি ভালো লেগে থাকে। তাহলে আপনাদের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার
করুন। এবং আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত।
আপনাদের মন্তব্য কমেন্টেরে মাধ্যমে জানাতে পাড়েন
comment url